স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরো কারওয়ান বাজার এলাকার ড্রেনের ময়লা পানি এখন ঢুকে পড়ছে হাতিরঝিলে। ভেঙে পড়েছে পরিশোধন ব্যবস্থা।
এফডিসি মোড়ে নৌঘাটে কর্মরত ইমরান নামে এক নিরাপত্তারক্ষী বলেন, দুর্গন্ধের মধ্যে এখানে টেকা দায়। কিন্তু পেটের দায়ে চাকরি করতে হচ্ছে আমাদের। পানি পঁচে যাওয়ায় নৌযানে যাত্রী সংখ্যাও কমে গেছে।
তিনি বলেন, অনেক দিন ধরে পানি পরিষ্কার করতে দেখিনি, এর মধ্যে যখন নৌকা চলে তখন নিচের পঁচা পানি উপরে চলে আসে এবং দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। মধুবাগ এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মৃত্তিকা সাহা বলেন, প্রতিদিন অফিস থেকে ফিরে ছেলেকে নিয়ে এখানে ঘুরতে আসি। কিন্তু গত কয়েক মাস ধরে পানির দুর্গন্ধ বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়তে হচ্ছে আমাদের। নির্মল বায়ুর আশা করা এখানে আর সম্ভব নয়।
কথায় হয় হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক জামাল আক্তার ভূঁইয়ার সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, বিভিন্ন পয়েন্ট দিয়ে নোংরা পানি হাতিরঝিলে ঢুকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এটা বন্ধ করার জন্য ৪৯ কোটি টাকার নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ডিটেইল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) অনুমোদন হয়েছে। অর্থমন্ত্রণালয় টাকা দিলেই কাজ শুরু হবে।
আগামী দুই মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে। বাইরের নোংরা পানি ঢুকতে না দেওয়া এবং ঝিলের পানি পরিশোধন করার জন্যই এই প্রকল্প। ওষুধ স্প্রে করে এবং অক্সিজেন দিয়ে পানি পরিশোধন করা হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এজেড/আরবি/