খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ। ছবি: বাংলানিউজ
কক্সবাজার: টেকনাফের পৌর শহরের কায়ুকখালী পাড়ার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার পরনে গেঞ্জি ও প্যান্ট এবং মুখে দাঁড়ি রয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি রনজিত।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
টিটি/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।