ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বন্দর সুরক্ষায় বেনাপোলে পাঁচ দিনব্যাপী কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
বন্দর সুরক্ষায় বেনাপোলে পাঁচ দিনব্যাপী কর্মশালা কর্মশালা, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): স্থলবন্দর সুরক্ষায় বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংস্থার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল স্থলবন্দর অডিটোরিয়ামে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এর আগে গত ০৯ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

মার্কিন দূতাবাসের ইন্ডো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধি দল ‘ভূমি বন্দর নিরাপত্তা ব্যবস্থা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। মি জর্জ ডেটম্যানের নেতৃত্বে জন ডিল এবং মি রবার্ট ক্যাম্পবেল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।

কর্মশালায় বন্দরে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, বিস্ফোরক দ্রব্য রক্ষণাবেক্ষণ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্কতা নিয়ে ট্রেনিং দেওয়া হয়।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম, বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) ছাত্তার, পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) আলমগীর হোসেনসহ স্থানীয় বিজিবি ও ব্যবসায়ী নেতারা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম বলেন, এ ধনের একটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রশিক্ষণ বন্দরের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ