সোমবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- এলবার্ট প্রদীপ ব্যাপারী, জুয়েল সামুয়েল কোড়াইয়া, জয়ন্ত রোজারিও, স্টিভ যোসেফ ও মিজানুর রহমান।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
সম্প্রতি ‘Always- Entertainment’ নামে একটি পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে ঢাকা ক্রেডিটের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খ্রিস্টান সম্প্রদায়কে উস্কে দেওয়ার চেষ্টা করে। এ অভিযোগ এনে তেজগাঁও থানায় মামলা (নং-৩৩) দায়ের করে কর্তৃপক্ষ।
তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা ওই মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
পিএম/জিপি