মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হকার্স মার্কেট এলাকায় পরিবেশ অধিফতর সিলেটের উপ-পরিচালক আলতাব হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে জাকির এন্টাপ্রাইজ থেকে ৫১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
এছাড়া নিউ রাকা এন্টারপ্রাইজকে খুচরা পলিথিন বিক্রির দায়ে পাঁচশ’ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে ইউসুফ রেস্টুরেন্টে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এনইউ/ওএইচ/