মঙ্গলবার ( ১১ সেপ্টেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
‘এক বছর পেরিয়ে: রোহিঙ্গা নারী ও মেয়েদের সাড়াদান’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।
তিনি বলেন, বিগত এক বছর ধরে রোহিঙ্গাদের মানবিক সঙ্কট মোকাবেলা করছে বাংলাদেশ। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়েই তা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
‘আমরা অতীত অভিজ্ঞতায় দেখেছি, আন্তর্জাতিক চাপ না দিলে মিয়ানমার কখনই কোনো বাধ্যবাধকতা পূরণ করেনি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে অনুরোধ করছি। ’
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
টিআর/এমএ