বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্বরে পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল সোবহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনীতির বিকাশ ঘটছে তার সঙ্গে সঙ্গে মিডিয়া জগতেরও সম্প্রসারণ ঘটেছে।
বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষে সারাদেশকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে টুঙ্গিপাড়া পর্যন্ত যে রেলপথ সংযোগ করেছেন তার সম্প্রসারণ ঘটিয়ে আগামীতে পিরোজপুর জেলা শহরকেও রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, এমএ রব্বানী ফিরোজ, একে আজাদ ও সাবেক সম্পাদক রেজাউল ইসলাম শামীম।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি