ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘আমার আত্মবিশ্বাস আছে, কারো লেখা পড়ে শিখতে হবে না’  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
‘আমার আত্মবিশ্বাস আছে, কারো লেখা পড়ে শিখতে হবে না’   সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছকি: পিআইডি

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারের সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের এতো উন্নয়ন বিশ্ববাসী দেখছে। বিশ্ববাসী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে অথচ আমাদের দেশের কিছু পত্রিকা কিছুই দেখে না। তাদের কাছে মনে হয়, কিছুই হয়নি। সবই শেষ  হয়ে গেছে। এই সরকার সবই খারাপ করেছে। আমরা কী এমন খারাপ করলাম!

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, আমি দেশকে ভালোবাসি, দেশকে চিনি।

এই দেশ আমার, এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি সারাজীবন জেল খেটেছেন। দেশেকে স্বাধীন করেছেন। কিন্তু সব করে যেতে পারেননি। সেই শোক ব্যথা নিয়ে কাজ করি। আমার আত্মবিশ্বাস আছে, আমি সঠিক কাজ করছি কিনা। আমি সঠিক পথে আছি, কি আছি না? আমি দেশের উন্নয়ন করতে পারছি, কি পারছি না? সেই আত্মবিশ্বাস আমার আছে। কারো লেখা পড়ে কিংবা পত্রিকা পড়ে শিখতে হবে না। আমি নিজেই জানি যে, আমার কি করতে হবে, কি করণীয়।

আরও পড়ুন>>
** 
‘নাতির জন্য বারবার মোবাইলে পিন কোড পরিবর্তন করতে হয়’

‘হ্যাঁ, পত্রিকা থেকে তথ্য নিই, সংবাদ নিই, কোথাও যদি একটা মানুষ কষ্ট পায় তার সংবাদটা নিয়ে তাকে সাহায্য করি। কোথাও কোনো ঘটনা থাকলে সেখান থেকে তথ্য নিয়ে তা সমাধানের চেষ্টা করি। কিন্তু যারা একেবারে সবসময়ই কোনো কিছুই ভালো লাগে না। ভালো না লাগার যে গোষ্ঠী তাদেরটা পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, পড়িও না। ’

শেখ হাসিনা বলেন, এখন যে যার মতো লেখে যাচ্ছে। এতো উন্নয়ন দেশে, সারা বিশ্ববাসী চোখে দেখে, সারা বিশ্ব সমাদৃত করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে কিন্তু আমাদের দেশের এমনও পত্রিকা আছে খুললেই মনে হবে বাংলাদেশে কিছুই হয় নাই। বাংলাদেশ একেবারে যেন শেষই হয়ে গেছে। কোথা কিছু পেলেই সমালোচনা করে, করুক তাতে আমার সমস্যা নেই।  

‘এমনভাবে সমালোচনা করে যে, এই সরকার খুবই খারাপ কাজ করেছে, কি খারাপ কাজ করেছে। সেটাই আমরা প্রশ্ন। হ্যাঁ, যারা কোনো কিছু ভালো দেখতে পাই না তারা খারাপটাই দেখবে। এটা তাদের চরিত্র। আমি সেভাবেই দেখি। ’

তিনি বলেন, কিছু কিছু মানুষের চরিত্রই আছে তাদের কিছুই ভালো লাগে না। এই কিছুই ভালো লাগে না এটাও এক ধরনের মানসিক অসুস্থতা। এই অসুস্থতায় যারা ভোগে তাদের ব্যাপারে আমার বলার কিছু নাই। হ্যাঁ, বরং কি করতে পারি, ওগুলো পড়লামই না।
 
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।