পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে কদমবাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামের সাত্তার শেখের বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর জন্য ছুটে আসে।
এ সময় ধলু শেখের ছেলে ইয়াসিন (৮) ও কামাল শেখের ছেলে রাকিব শেখ (৭) পাশের খালে ডুবে যায়। দীর্ঘ সময় ওদের না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে খালের পানিতে একটি বল ভাসতে দেখে পানিতে খুঁজতে থাকে পরিবারের লোকজন।
পরে খালের তলদেশ থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, খেলার সময় বল পানিতে পরে গেলে বল আনতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত ইয়াসিন ও রাকিব সম্পর্কে চাচাতো ভাই।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ১৮
এমএ/