বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক অনুষ্ঠানে সিলেটে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, রোগীদের সেবায় দায়বদ্ধতার জন্য এই অ্যাসোসিয়েশন করা হয়েছে।
অনুষ্ঠানে ডা. নাসিম বলেন, সিলেটে ৬৫টি ডায়াগনস্টিক সেন্টার ও ৫৮টি হাসপাতাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি অ্যাসোসিয়েশনের অধিভুক্ত। বাকি প্রতিষ্ঠানগুলোর সেবার মান যাচাই করে অ্যাসোসিয়েশনের আওতায় আনা হবে। সেই সঙ্গে ভুঁইফোড় প্রতিষ্ঠান বন্ধেও অভিযান চালাবে এই অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মূল্যে পার্থক্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের গুণগত মান ভেদে হয়। যেহেতু সরকার এটি নির্ধারণ করে দেয়নি। তারপরও অ্যাসোসিয়শেন চার্জ তালিকা করার জন্য উদ্যোগ নেবে।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রুম্মান, সহ সভাপতি ডা. আবু ইউসুফ ভূঁইয়া, সহ সভাপতি ডা. সৈয়দ মাহমুদ, আব্দুল কাদির, কোষাধ্যক্ষ জাকির আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এনইউ/এমএ