শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িঘাট ইউনিয়নের রামহড়ি পাড়ায় আঞ্চলিক দল জনসংহতি-জেএসএস (এমএন লারমা) সমর্থিত একদল যুবক ভোরে নিহতদের বাড়িতে অতর্কিত হামলঅ চালায়। নিহতরা পাহাড়ের আরেকটি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।
এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে দুই ইউপিডিএফকর্মী ঘটনাস্থলে নিহত হন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, পাহাড়ের দু’টি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
‘পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে, সেখান পৌঁছানোর পরই মূলত এ বিষয়ে বিস্তারিত জানা যাবে,’ বলেন তিনি।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএ/