শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফতুল্লার ভুইয়ারবাগ এলাকার পুকুল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতরা হলো- দেওভোগ ভূইয়ারবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান (৯) সে দেওভোগ পানির ট্যাংকি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ও নয়ন গাজী (৯) একই বাড়ির মো. গাজীর ছেলে। সে দেওভোগ মাদ্রসার শিশু শ্রেণির ছাত্র।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, শাওন ও নয়ন একই বাসার ভাড়াটিয়া। দুইজনই বৃহস্পতিবার দুপুরে বাইরে থেকে ঘুরে আসি বলে বাসা থেকে বের হয়ে নিঁখোজ হয়। পরে শুক্রবার সকালে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
আরএ