বেনাপোল (যশোর): যশোরের শার্শায় অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শার্শার নাভারণ-সাতক্ষিরা সড়কের খাজুরা নামক স্থান থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়।
নাভারণ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পল্টন মিয়া বাংলানিউজকে বলেন, আমাদের কাছে খবর আসে হাইওয়ে সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে।
পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কিভাবে মারা গেছেন তাও বোঝা যাচ্ছে না। তবে তার শরীরের কিছু কিছু স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এনএইচটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।