শুক্রবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আলিপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আনছার উদ্দিন মল্লিক।
তিনি জানান, ৫/৬ দিন আগে আলিপুর মৎস্য আড়ৎদার ও বোট মালিক সমিতির আওতাধীন বেশ কিছু ট্রলার সাগরে মাছ ধরতে যায়।
তবে এফবি দেলোয়ার মোল্লা, এফবি হাবিব খলিফা, এফবি বিসমিল্লাহ ও এফবি নূরবানুর সন্ধান পাওয়া যাচ্ছিলো না। ঘণ্টাখানেক আগে এফবি বিসমিল্লাহ ও এফবি নূরবানুসহ ৩৭ জেলের সন্ধান পাওয়া গেছে যারা যান্ত্রিক ত্রুটির কারণে সুন্দরবনের ভেদাখালিতে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে তারা মংলা হয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়েছেন।
তিনি জানান, এফবি দেলোয়ার মোল্লা ও এফবি হাবিব খলিফা নামক ট্রলার দু’টির সন্ধান এখনও পাওয়া যায়নি। ওই ট্রলার দু’টিসহ ৩৩ জেলে নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএস/আরআর