ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
গৌরনদীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ১৫

ব‌রিশাল: বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান শেখ বাংলানিউজকে জানান, সকালে বরিশাল থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস আশোকাঠি বাসস্ট্যান্ডের কাছে এলে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের (মাহিন্দ্রা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় পরিবহনের অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

তিনি আরও জানান, যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপর আড়াআড়ি হয়ে পড়ায় মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।   ‌

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।