বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১০ পিস শাড়ি ও ৪৭ হাজার ২শ’ পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে গোপনে আসে, চোরাচালাকারীরা ভারত থেকে মাদক ও বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে পুটখালী এলাকায় অবস্থান করছে, পরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০ পিস শাড়ি, ৪৭ হাজার ২শ’ পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দকৃত মালামালের সিজার মূল্য ১৫ লাখ ৪১ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।