শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল টুঙ্গিপাড়া উপজেলার ননী-গোপালপুর গ্রামের বাসিন্দা।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খোন্দকার আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, সিরাজুল ইসলাম সস্ত্রীক একটি মাইক্রোবাসে করে গোপালপুর এলাকায় একটি দাওয়াতে গিয়েছিলেন। ওইখান থেকে ফেরার পথে গোপালপুর বাসস্ট্যান্ডে চা পানের জন্য স্বামী-স্ত্রী উভয় রাস্তা পার হয়ে একটি চায়ের দোকানে যান। চা পান শেষে রাস্তা পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা স্বামী-স্ত্রীকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশ থেকে বাম পাশে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিরাজুল মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
ওই প্রভাষকের স্ত্রীকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানা তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
জিপি