ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
কদমতলীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ কদমতলীর মানচিত্র

ঢাকা: রাজধানীর কদমতলী শ্যামপুর ব্রিজের ঢালে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তারা হলেন- পায়ে গুলিবিদ্ধ মো. লিটন (২০), মাথায় ধারালো অস্ত্রের আঘাত মো. হৃদয় ও মাথায় আঘাত পাওয়া আলামিন (১৮)।

কদমতলী থানার (ওসি-তদন্ত) সাজু মিয়া জানান, ঢিল ছোড়া কেন্দ্র করে খামার রতন ও ফালালদের সঙ্গে মারামারি হয়। এতে দু’পক্ষ মিলে তিনজন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।  

তিনি আরো জানান, হাসপাতালে থাকা আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ আছে।  
 
বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।