শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী গাড়িতে তল্লাশি চালালে ইট বোঝাই একটি ট্রাক থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় আটক হন তিনজন।
তারা হলেন- ট্রাকচালক যশোর জেলার খাজুরা গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে মশিউর রহমান, রসুলপুর গ্রামের মো. ফজের আলীর ছেলে সহযোগী ইকবাল হোসেন ও মাদারীপুর জেলার নিসাবদি গ্রামের কাদের শরীফের ছেলে ফেনসিডিল সরবরাহকারী আউয়াল শেখ।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, পুলিশ সুপার খান মোহাম্মদ সাঈদুর রহমানের নির্দেশে একটি টিম নিয়ে ওই এলাকায় অভিযানে নামেন তিনি।
পরে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ি তল্লাশি চালালে সেখানে ইট বোঝাই একটি ট্রাক থেকে ৮৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ঢাকা-খুলনা মহাসড়ক ধরে ওই তিনজন ট্রাকে ইটের নিচে করে ফেনসিডিলের বোতলগুলো নিয়ে যাচ্ছিলো মাদারীপুর।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এএ