এর আগে গত বুধবার ( ১৯ সেপ্টেম্বর) একই স্থান থেকে একটি গ্রেনেড উদ্ধার করে পুলিশ। ওইদিন শ্রমিকরা কাজ করার সময় গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত ড্রেন থেকে আরও একটি গ্রেনেড উদ্ধারের সত্যতা নিশ্চিত করে
বাংলানিউজকে জানান, সকালে মাদ্রাসা মোড়ে নির্মাণাধীন ড্রেনে গ্রেনেড দেখে পুলিশে খবর দেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে গ্রেনেডটি থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
তিনি আরও বলেন, গ্রেনেড দু’টি অনেকদিন আগের। তাই এগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরএ