শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ মতবিনিময়ের আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালকসহ জেলার বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন এবং সচেতনতা বৃদ্ধি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমআরএম/আরবি/