ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
সিদ্ধিরগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১ অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ কাজী মোহাম্মদ জসিম ওরফে কিলার জসিম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে তাকে গ্রেফতার করা হয়।

জসিম সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড়ের আব্দুর মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৮টি মামলা রয়েছে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের সানারপাড় ফুটওভারব্রিজ সংলগ্ন মনির হোটেলের সামনে থেকে জসিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।