শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনের মাঝামাঝি এলাকায় সেতু দেবে যায়। এরপর থেকেই এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, দেবে যাওয়া সেতু মেরামত করতে কমপক্ষে ৪-৫ ঘণ্টা সময় লাগবে। এরপর বগুড়ার সঙ্গে বোনারপাড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে হঠাৎ সেতু দেবে যাওয়ার কারণ জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমবিএইচ/আরআইএস/