শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শেখ কামাল আউটার স্টেডিয়াম মাঠে মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।
মেলায় প্রাঙ্গনে শতাধিক স্টল বসেছে। এছাড়া মেলায় সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকুপে সাইকেল চালনাসহ নানা রকমের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক রেজাউল করিম রেজনু, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়্যারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এনটি