শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি বরিশাল কলেজ।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কর্মচারীরা দু’দফা দাবি তুলে ধরেন।
দাবি গুলো হচ্ছে, সরকারি কলেজে নিয়োজিত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকরি সরকারিকরণ করতে হবে এবং চাকরি সরকারিকরণের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমএস/এনএইচটি