ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের দুই শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
সিলেটে বাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের দুই শ্রমিক নিহত দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধার কাজ

সিলেট: সিলেটে বাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের দুই শ্রমিক নিহত ও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা চন্দনপাট এলাকার সাদেক আলীর ছেলে আব্দুল হাই (৩৫) ও একই উপজেলার কতোয়া গ্রামের আসাদুলের ছেলে রাশেদ আহমদ (২০)।

আহত হয়েছেন ‍পল্লী বিদ্যুতের অপর দুই কর্মী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বাসুদা গ্রামের রজিত আলী (২৮) ও মামুন মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের খাম্বা ঠেলা গাড়িতে উঠিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন শ্রমিকরা। ঘটনাস্থলে আসামাত্র শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস (শাহ পরিবহন সিলেট-জ-১১০৩৪৪) ঠেলাগাড়িতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে চার শ্রমিকের দু’জন মারা যান।

মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে জোনের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা মরদেহ দু’টি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এছাড়া আহতদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি বলেন, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে ফের যান চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।