শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ধলাই চা বাগানের ১ নম্বর সেকশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চা শ্রমিকরা বাগানের ১ নম্বর সেকশনে চা পাতা তুলতে গেলে অজ্ঞাত নারীর মুণ্ডুবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৩ হবে। পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসআরএস