নিহতরা হলেন- কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (২৭) ও বাঞ্ছারামপুর উপজেলার খাসনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সবুজ মিয়া (২২)।
পরিবারের বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, বৃষ্টির মধ্যে বাড়ির বারান্দায় অবস্থানকালে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন গৃহবধূ নিলুফার।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন সবুজ মিয়া। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআরএস