ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
সিলেটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি: বাংলানিউজ

সিলেট: মারধরের ঘটনাকে কেন্দ্র করে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরের বালিপাড়া ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে যান।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে বলেও জানান ওসি মঈনুল জাকির।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।