ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
শার্শায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৫ দুর্ঘটনাকবলিত বাস-প্রাইভেটকার। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (০৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার শার্শার নাভারন-সাতক্ষীরা সড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সাতক্ষীরার ধানতারা গ্রামের তালুকদারের ছেলে শওকত আলী, সাতক্ষীরা চারাবটতলা গ্রামের আইজুল ইসলাম ছেলে প্রাইভেটকার চালক কবিরুল, রাড়ীপুকুর গ্রামের আ. হাই এর ছেলে কাজল আলী, বাগআঁচড়ার কিতাব আলীর ছেলে তরিকুল ইসলাম, রাড়ীপুকুর গ্রামের হবিবর রহমানের ছেলে আ. হাই।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগামী লোকাল বাসের সঙ্গে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পলিটন মিয়া বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এজেডএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।