ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শরীফ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শরীফ গ্রেফতার

ব‌রিশাল: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আল-আমিন শরীফকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২ অক্টোবর) রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আল-আমিন বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের খালেক শরীফের ছেলে। সাত খুনের ঘটনার আগে তাকে সেনাবাহিনী থেকে র‌্যাবে বদলি করা হয়।

ঘটনার সময় নারায়ণগঞ্জ র‌্যাবের লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের (চাকরিচ্যুত) দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন আল-আমিন।

বুধবার (৩ অক্টোবর) বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে বরিশালে নিয়ে আসা হয়। আল আমিন শরীফ সাত খুন মামলার ৩নম্বর আসামি।

তিনি আরও জানান, সাত খুন ঘটনায় আল-আমিনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে একটি হত্যা ও অপরটি অপহরণ মামলা। হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও অপহরণ মামলায় তাকে ৩৪ বছরের সাজা দেন আদালত। কিন্তু রায় ঘোষণার সময় আল-আমিন হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে সেই গ্রেফতারি পরোয়ানা বাকেরগঞ্জ থানায় পাঠানো হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলা‌দেশ সময়: ১৯২২ ঘণ্টা, অ‌ক্টোবর ০৩, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।