মঙ্গলবার (২ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে মো. শাহীন আলম তারেক ওরফে লিটন ওরফে এএসপি সজিব (২৯) নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়।
বুধবার (৩ অক্টোবর) র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সজিব একজন পেশাদার প্রতারক চক্রের সদস্য।
র্যাব জানায়, র্যাব-১১ এর আভিযানিক দল তার কাছে বিপুল পরিমাণ বিয়ের দাওয়াত কার্ড জব্দ করে। এগুলো পর্যালোচনা করে দেখা যায় কার্ডগুলো তার নিজের বিয়ের, সেখানে বর হিসেবে সজিবের নাম লেখা। দাওয়াত কার্ডগুলোর উপরে র্যাব ও পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম-ঠিকানা লেখা।
এ সম্পর্কে সজিব জানান, তিনি সাতদিন আগে সানারপার এলাকায় তার নবম বিয়ে সম্পন্ন করেছেন।
এছাড়া তিনি নারারায়ণগঞ্জ ও তার আশেপাশের এলাকা থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সজিব শিমরাইল এলাকার হাজী মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এখলাসপুরে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরআর