ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি বন্ধের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি বন্ধের আহ্বান জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল নগরীর বিভিন্ন স্কুল-কলেজের সামনে ও এর আশপাশের দোকানে সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে তরুণদের সংগঠন ‘দি অডেশাস’।

বুধবার (০৩ অক্টোবর) এ আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

সংগঠনের নেতারা জানান, বর্তমান যুব সমাজকে ঘিরে ধরেছে মাদক।

সিগারেটই মাদক গ্রহণের প্রথম স্তর। প্রথমে বন্ধুদের সঙ্গে একটি-দু’টি সিগারেট। এর পর পাল্লা দিয়ে মাদকের অন্য অন্য শাখায় প্রবেশ। বরিশালের সর্বাত্মক মাদকের হাতছানি। তার মধ্যে অলিতে-গলিতে সিগারেট ও তামাকের দোকান। এমনকি প্রায় প্রতিটি স্কুল-কলেজের সামনে হরহামেশা চলছে তামাকজাত দ্রব্য বেচা-কেনা। কিন্তু প্রতিরোধে কোনো পদক্ষেপ নেই। তাই এমনতাবস্থা থেকে উত্তরণে নগরীর স্কুল-কলেজের সামনে ও এর আশপাশের দোকানে সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে।  

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৭ মে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার এবং বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুল-কলেজের সামনে ও এর আশপাশের দোকানে সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রি বন্ধে সরকার ব্যবস্থা নেবে। আগামীতে পাঠ্যপুস্তকে আলাদাভাবে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে।

এছাড়া ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের ৬ এর (ক) ধারায় বলা আছে, ‘অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) কোনো ব্যক্তির কাছে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। অথবা ওই ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরণ কাজে নিয়োজিত করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হবে। পাশাপাশি ওই ব্যক্তি দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করলে দ্বিগুণ হারে দণ্ডনীয় হবে।

স্মারকলিপি দেওয়ার সময় দি অডেশাসের সভাপতি সাঈদ পান্থের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. রুম্মান, দুর্জয় সিংহ জয়, অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী, সানজিদা বৃষ্টি, আসাদুজ্জামান মিরাজ, জুয়েল ইসলাম ধ্রুব, শুভ সিকদার, নীলা বাড়ৈ ও কামরুজ্জামান জুয়েল।

বাংলা‌দেশ সময়: ২১০৯ ঘণ্টা, অ‌ক্টোবর ০৩, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।