ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ ওষুধ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ, ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
অবৈধ ওষুধ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ, ২ জনের কারাদণ্ড জব্দ হওয়া মালামাল ধ্বংস করা হচ্ছে

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় বিপুল পরিমাণে অবৈধ ওষুধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।  

র‌্যাব-৫ এর এএসপি ও কোম্পানি কমান্ডার মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এবং নাটোর ড্রাগ সুপার মাখনুন তাবাসছুমের যৌথ নেতৃত্বে সকালে সিংড়া পৌর এলাকায় বিভিন্ন ওষধের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ ওষুধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপসহ দু’জনকে আটক করা হয়। পরে দুপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এসব সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিংড়া উপজেলার বিনগ্রামের হেতু প্রাং ওরফে ঘেতুর ছেলে মো. মহশিন আলী (৪৫) ও মো. রফিকুল হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (২৬)। এদের মধ্যে মহশিনকে এক বছর ছয় মাস ও আলমগীরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৬ হাজার ২৩০ বোতল যৌন উত্তেজক সিরাপ, এক ড্রাম যৌন উত্তেজক সিরাপ, সাত হাজার পিস ভেজাল চকলেট জব্দ করা হয়।  

বিচারক তাদের দণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সিংড়া পৌরসভার সামনে জব্দ হওয়া মালামাল ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।