বুধবার (০৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইটে করে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় পাঁচজন যাত্রীর দেহ ও মালামাল তল্লাশী করে। এসময় তাদের শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেট থেকে ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত ১১টি স্বর্ণের বারের ওজন ১ হাজার ২৪৪ গ্রাম। এর বাজার মূল্য ৬২ লাখ ২০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমএফআই/এনটি