ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৬২ লাখ টাকার স্বর্ণবার জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
শাহজালালে ৬২ লাখ টাকার স্বর্ণবার জব্দ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

বুধবার (০৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইটে করে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় পাঁচজন যাত্রীর দেহ ও মালামাল তল্লাশী করে। এসময় তাদের শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেট থেকে ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত ১১টি স্বর্ণের বারের ওজন ১ হাজার ২৪৪ গ্রাম। এর বাজার মূল্য ৬২ লাখ ২০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমএফআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।