এ জন্য বুধবার (০৩ অক্টোবর) বিকেলে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন। অার এ তদন্তের তদারক করবেন দুদকের মহাপরিচালক খান মো. নুরুল আমিন।
এরআগে গত ২৭ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে এস কে সিনহার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা।
অন্যদিকে, আমেরিকার নিউজার্সিত ২ লাখ ৮০ হাজার ডলার পাচারের মাধ্যমে বাড়ি কেনায় এসকে সিনহার ভাই অনন্ত সিনহার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এ বাড়িতেই থাকছেন এসকে সিনহা।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরএম/ওএইচ/