বুধবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে এ বোমা হামলার ঘটনা ঘটে। নিহত কালাম ওরফে কালু ওই গ্রামের কিতাব আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে যাওয়ার জন্য কালু বাড়ি থেকে বের হন। তিনি কিছু দূর গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই কালু মারা যান।
খবর পেয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান ও দামুড়হুদা থানা পুলিশের ইনচার্জ সুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, নারী ঘটিত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, গত কয়েক মাস আগে একই গ্রামের পেঙ্গা মণ্ডলের স্ত্রীর সঙ্গে কালু পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরে সন্ধ্যায় কালামের ওপর বোমা হামলা চালিয়ে পেঙ্গা ভারতে চলে যান।
বাংলাদেশ সময়: ২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এনটি