ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলা: আহত ৬, আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলা: আহত ৬, আটক ২

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের পর বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে দুই পরাজিত প্রার্থীর সমর্থকরা। হামলার ঘটনায় বিজয়ী প্রার্থীর পরিবারের ছয় সদস্য আহত হয়েছে। পুলিশ দুই হামলাকারীকে আটক করেছে।

বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- বিজয়ী প্রার্থীর ভাগ্নে রণি (১৯), মেঝো ভাই মুক্তার আলী (৩৮) বোন কুলসুম বেগম (৪৮), চাচাত ভাই সোহেল (৩৫), বোন জামাই রুবেল বাবু (২৮) এবং মেয়ে সাদিয়া আফরিন (১৪)।

তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন- বর্দ্ধনপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. সেলিম (৩৭) ও বাহ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাজু মিয়া (৩০)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বক্সনগর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু জাহের গত ২০ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। এরপর আসনটি শূন্য হয়ে যাওয়ায় উপজেলা নির্বাচন অফিস উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বক্সনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন ছিল। নির্বাচনে মো. আক্কাস আলী ফুটবল মার্কা, মো. মঞ্জুর হোসেন মোরগ মার্কা ও মো. সাইদুল ইসলাম শাহীন সিলিং ফ্যান মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

কড়া নিরাপত্তায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পিকেবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনার পর আক্কাস আলী ৩০৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুর হোসেন পান ২৯৫ ও সাইদুল ইসলাম শাহিন পান ২৮৫ ভোট। সন্ধ্যা ৬টায় প্রিজাইডিং অফিসার মো. লিয়াকত হোসাইন নির্বাচনের ফল ঘোষণা করেন।  

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়ী আক্কাস আলীর পরিবারের লোকজন বাড়িতে ফিরলে পরাজিত দুই প্রার্থীর সমর্থকরা আক্কাস আলীর বাড়িতে হামলা করে। এসময় তার পরিবারের ছয় সদস্যকে এলোপাথারি পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেলিম ও সাজু নামে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ হামলার ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।