বুধবার (০৩ অক্টোবর) রাত ১১টার দিকে সংগঠনের সদস্যরা মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারিক হাসান বাংলানিউজকে বলেন, মুক্তিযোদ্ধারা নিজেদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছেন। যার পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০ শতাংশ কোটা দিয়েছেন। মুক্তিযোদ্ধা কোটা আমাদের অধিকার। এ কোটা বাতিল হলে মুক্তিযোদ্ধাদের অবদানকে অপমান করা হবে।
এর আগে, বুধবার (৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
আরআইএস/