বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে টাঙ্গাইলে চতুর্থ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন।
এসময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। তথ্য প্রতিমন্ত্রী এ অনুষ্ঠান উপভোগ করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, মোসা. মোস্তারী কাদেরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহানা আনছারী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। টাঙ্গাইল কালেক্টরেট মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১০৬টি স্টল রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসআই