ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রলিচাপায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ভোলায় ট্রলিচাপায় হেলপার নিহত

ভোলা: ভোলা সদর উপজেলার বাপ্তা নামক স্থানে ট্রলিচাপায় এর হেলপার সেলিম (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।


 
স্থানীয়রা জানান, দুপুরে বাপ্তা এলাকায় সেলিম যে ট্রলির হেলপার সে ট্রলি (পাওয়ার টিলার) থেকে বালু নামানো হচ্ছিল। এ সময় সেলিম ট্রলির পেছন দিকে ছিলেন। সেলিমকে খেয়াল না করে চালক ট্রলিটি পেছন দিকে নিলে তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।