বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার পৌরসভার কেরানিবাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ ফরিদপুরের সুন্দরপাশা এলাকা আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল আরিফ। এরপর দীর্ঘক্ষণ তাকে না দেখে খোঁজ করতে থাকেন তার মাসহ বাড়ির লোকজন। না পেয়ে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে খোঁজ করা হলে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয় আরিফকে। তাৎক্ষণিক তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফানুর রহমান আদনান বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসআরএস