ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাশরাফির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
মাশরাফির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা: বাংলাদেশে জাতীয় দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে গণভবন থেকে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনের পর নড়াইলের লোহাগড়া উপজেলার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় মাশরাফির জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে নড়াইলের বাসিন্দাদের প্রধানমন্ত্রী বলেন, নড়াইল তো আমার নিজের জায়গা।

এখানে তো আমি বহুবার গিয়েছি।  

তিনি এ জেলাবাসীকে উদ্দেশ্য করে বলেন, আর আপনাদের কাছে তো সবচেয়ে বড় সম্পদ রয়ে গেছে। আমরা ক্রিকেটে কতো ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের। সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের মাশরাফি। আপনারা সবাই তার জন্য দোয়া করেন।

স্বজনদের কাছে ‘কৌশিক’ বলে পরিচিত মাশরাফি টেস্ট ও ওয়ানডেতে অভিষিক্ত হন ২০০১ সালের নভেম্বরে। ২০০৬ সালে তিনি অভিষিক্ত হন টি-টোয়েন্টি খেলায়। দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করে আসা মাশরাফি বর্তমানে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটেও দলপতির ভূমিকা পালন করেন ‘নড়াইল এক্সপ্রেস’।

৩৪ বছর বয়সী মাশরাফি পায়ে বেশ কয়েকটি অপারেশনের ক্ষত নিয়েই উড়িয়ে যাচ্ছেন লাল-সবুজের পতাকা। তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের ‘দিন বদলের নায়ক’। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত অধিনায়কোচিত ভূমিকার কারণে তাকে ‘ক্যাপ্টেন অব এশিয়া কাপ’ উপাধিও দিয়েছেন ধারাভাষ্যকার রমিজ রাজা।

ভিডিও কনফারেন্সে নড়াইলের লোহাগড়া ছাড়াও প্রধানমন্ত্রী বরগুনার আমতলী, বাগেরহাটের ফকিরহাট এবং রংপুরের পীরগঞ্জ উপেজলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

‘উন্নয়ন অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই স্লোগানে সারাদেশে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

রাজধানীসহ দেশের জেলা, উপজেলাগুলোতে উন্নয়ন মেলার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হচ্ছে। মেলায় উদ্ভাবনী বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে।

গণভবন প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

গণভবন থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।  

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উন্নয়ন মেলাগুলো গণভবনের সঙ্গে সংযুক্ত ছিল বলে জানান মুখ্য সচিব।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমইউএম/এইচএ/

** তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।