রোববার (১৪ অক্টোবর) মহাপঞ্চমী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে এ শারদীয় দুর্গোৎসব।
জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এবারে ঝালকাঠি জেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ১৭৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এরইমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছে। মন্দির কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করছেন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বাংলানিউজকে বলেন, জেলায় মোট ১৭৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। জেলা কমিটির পক্ষ থেকে উপজেলা কমিটির সঙ্গে সমন্বয় করে পূজার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
তিনি বলেন, এরইমধ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। দুর্গোৎসবকে সার্বজনীন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস পাওয়া গেছে।
পূজার আয়োজনে ভিন্নতা রেখে জেলা সদরে ঘোষাল রাজাদের প্রতিষ্ঠিত প্রায় আড়াইশ’ বছরের পুরানো কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরের দুর্গাপূজা এ বছর একশ’ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে প্রতিমা ও আলোকসজ্জাসহ সার্বিকভাবে জমকালো আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি মদনমোহন মন্দিরেও জাকজমকপূর্ণ পূজার আয়োজন থাকছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমএস/আরবি/