ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুর সীমান্তে বিজিবি সদস্য গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
দৌলতপুর সীমান্তে বিজিবি সদস্য গুলিবিদ্ধ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-চোরাকারবারির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় চোরাকারবারিদের গুলিতে নায়েক সাফায়েত হোসেন নামে এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় শনিবার (৬ অক্টোবর) বিকেলে দৌলতপুর থানায় বিজিবি’র পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে জামালপুর সীমান্তের শীর্ষ চোরাকারি হাবু ও নাটকের নেতৃত্বে ১০-১২ জনের একদল মাদক চোরাচালানী উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর সীমান্তের ১৫১/৫(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে মাদক পাচার করছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবি জয়পুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।  

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গোলাগুলিতে জয়পুর বিওপির নায়েক সাফায়েত গুলিবিদ্ধ হলে মাদক চোরাচালানীরা ৯৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে উদ্ধার করে কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সুব্রত কুমার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।