ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বজ্রপাত রোধে মাগুরায় ৫০ হাজার তালের বীজ বপন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
বজ্রপাত রোধে মাগুরায় ৫০ হাজার তালের বীজ বপন  মাগুরায় ৫০ হাজার তালের বীজ বপন

মাগুরা: মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ৫০ হাজার তালের বীজ বপন করা হয়েছে। 

শনিবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাকা কানচনপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমে উদ্বোধন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন এর উদ্বোধন করেন।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন, স্থানীয় রাঘব দাউড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর বজ্রপাত অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তাল গাছ হচ্ছে প্রাকৃতিক আর্থিং, যা বজ্রপাতের হাত থেকে মানুষের জীবন রক্ষা করে। যে কারণে প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি-বেশি করে তাল গাছ লাগাতে হবে। বজ্রপাত প্রতিরোধে তাল গাছের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।