ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে উন্নয়ন মেলায় ৫৩ যুবককে চাকরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
কুড়িগ্রামে উন্নয়ন মেলায় ৫৩ যুবককে চাকরি ছয় ভিক্ষুককে স্বাবলম্বী করতে সহায়তা

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে ৫৩ যুবককে চাকরি ও কর্মসংস্থানে ছয় ভিক্ষুককে স্বাবলম্বী করতে সহায়তা দেওয়া হয়েছে।
 

শ‌নিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কু‌ড়িগ্রাম জেলা স্টে‌ডিয়ামে তিন‌ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মাহফুজার রহমান।
 
কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জামাল হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মেহেদুল করিম প্রমুখ।

তিন দিনব্যাপী সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত মেলা প্রাঙ্গণে ৫৩ জন বেকার যুবককে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ করে দিয়েছে আরএফএল ও স্ট্যান্ডার্ড গ্রুপ।  

ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য কু‌ড়িগ্রাম জেলা প্রশাসন প্রধান অতিথির মাধ্যমে ছয় ভিক্ষুকের প্রতিজনকে ৫০ হাজার করে টাকা বিতরণ করে। এছাড়াও ঢাকার ফুটপাত থেকে উদ্ধার করা পরিবারটিকে একটি অটোবাইক ও ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে উন্নয়ন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তর দেওয়ায় ১০ জনকে এক হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।