ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
না.গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সেলিম হাওলাদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিম ভোলা জেলার চরফ্যাশন থানার আব্দুল্লাহপুর দক্ষিণশিপা এলাকার নুরুল ইসলামের ছেলে।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ওই এলাকার মুসলিম মিয়ার বাড়ির দেয়ালে হেলান দিয়ে আড্ডা দিচ্ছিল সেলিম। এ সময় অসাবধানতায় পাশে থাকা বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।