ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছুটির দিনে নগরভবন পরিদর্শন করলেন মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
ছুটির দিনে নগরভবন পরিদর্শন করলেন মেয়র লিটন নগরভবন পরিদর্শন করলেন মেয়র লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবন (নগরভবন) পরিদর্শন করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

শনিবার (৬ অক্টোবর) সকালে ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরভবনের বিভিন্ন দফতর ও কক্ষ পরির্দশন করেন তিনি। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা নগরপিতাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ছুটির দিন থাকলেও নগরভবনে আসেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরভবনের ছাদে উঠে প্রথমে ছাদ পরিদর্শন করেন। এরপর নগরভবনের দশম থেকে তৃতীয় তলা পর্যন্ত বিভিন্ন দফতর ও কক্ষে যান তিনি। এ সময় মেয়র পরিচ্ছন্ন বিভাগ, সম্পত্তি শাখা, কর আদায় শাখা, ট্রেড লাইসেন্স শাখা, বিদ্যুৎ শাখা, প্ল্যানিং শাখা, সাধারণ প্রশাসনিক শাখা, স্বাস্থ্য শাখা, কাউন্সিলরস রুমসহ আরও বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৩০ জুলাই রাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএচ খায়রুজ্জামান লিটন।  

গত ৫ সেপ্টেম্বর গণভবনে মেয়র লিটনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।