ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘শান্তিতে বিজয়’ প্রচারণা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘শান্তিতে বিজয়’ প্রচারণা  শান্তির স্বপক্ষে শপথ বাক্য পাঠ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক পরিবেশ প্রতিষ্ঠায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) উদ্যোগে 'শান্তি জিতলে, জিতবে দেশ' স্লোগানে ‘শান্তিতে বিজয়’ শীর্ষক প্রচারণা শুরু হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আঞ্চলিক প্রচারণার উদ্বোধন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডেপুটি সিইও অস্টিন পাওয়ার।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সম্পাদক এম এ রউফ ও জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক, শেরপুর জেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হক ও বিএনপি নেতা মামুনুর রশিদ পলাশ, জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা আঞ্জুমান আরা বেগম ও বিএনপি নেতা গোলাম রব্বানী, নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নেতা চপল দত্ত ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খান মাসুদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন।

 

অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।  

পরে অনুষ্ঠানে উপস্থিত নেতারা শান্তির স্বপক্ষে সবাই শপথ বাক্য পাঠ করেন।  

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা ও মহানগর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এবং নরসিংদী ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও বিএনপি নেতরা  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।